হোম > অপরাধ > রাজশাহী

বদলগাছীতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ৭ ব্যক্তি গ্রেপ্তার 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাত ৯টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার জগন্নাথপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে আনিছুর রহমান (২৮), ফয়জাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে রনি আহম্মেদ (২৮), কামারবাড়ী গ্রামের নারায়ণ পাহানের ছেলে উপেন পাহান (২৮), রামদাস পাহানের ছেলে পবিত্র পাহান (২৪), দেউলিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে রনি হোসেন (২৩), হাপানিয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও সেনপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামানিকের ছেলে শ্যামল চন্দ্র প্রামাণিক (৩০)। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র‍্যাব ক্যাম্প কোম্পানি স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে গতকাল রাত সোয়া ৮টায় বদলগাছী হাটখোলা বাজার পুরোনো ব্রিজ রোড এলাকায় অভিযান চালান র‍্যাবের সদস্যরা। এ সময় জজ মার্কেটের দোতলা থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে সাতটি সিপিইউ, আাটটি হার্ডডিস্ক, সাতটি মনিটর, সাতটি মাউস, ২১টি বিভিন্ন কেব্‌ল এবং সাতটি কিবোর্ড জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। 

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু