হোম > অপরাধ > রাজশাহী

জন্মদিনের অনুষ্ঠানে পরিচয়, এরপর ধর্ষণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরের গাড়িদহ রহমান নগর এলাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল নোমান (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলেজছাত্রীর মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে শেরপুর থানা পুলিশ। 

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রহমান নগর গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে শেরপুর পৌর শহরের স্যানালপাড়া এলাকার কলেজছাত্র আব্দুল্লাহ আল নোমানের প্রেমের সম্পর্ক ছিল। নোমান উলিপুর আমেরিয়া সমতুল্যা স্নাতকোত্তর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারির ছেলে। তিনি শেরপুর সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ২০২০ সালের সেপ্টেম্বরে একটি অনুষ্ঠানে পরিচয় হয়। এরপর থেকে তাঁদের মধ্যে ফেসবুক ও মোবাইলে কথা হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

 ২০২০ সালের অক্টোবরে অধ্যক্ষ আব্দুল হাই বারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে নোমান ওই কলেজছাত্রীকে ডেকে এনে ধর্ষণ করেন। এরপর গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজছাত্রীর বাড়িতে কেউ না থাকায় নোমান সেখানে গিয়েও ধর্ষণ করেন। 

পরে কলেজছাত্রী নোমানকে বিয়ের কথা বললে তিনি টালবাহানা করতে থাকেন। এমনকি একপর্যায়ে ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। গতকাল বুধবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে শেরপুর থানায় ধর্ষণ মামলা করেন। 

এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘কলেজছাত্রীর করা ধর্ষণ মামলার পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ আল নোমানকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন