হোম > অপরাধ > রাজশাহী

এএসপি সেজে কলেজ ছাত্রীকে পঞ্চম বিয়ে বাদাম বিক্রেতার

প্রতিনিধি

বগুড়া: সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে কলেজছাত্রীকে বিয়ে করার অভিযোগে আব্দুল আলীম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ওই কলেজছাত্রীর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আলীম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ডাকিয়া পারা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল আলীমের এটি পঞ্চম বিয়ে। পেশায় বাদাম বিক্রেতা।

প্রতারণার শিকার কলেজ ছাত্রীর বরাত দিয়ে সদর থানা পুলিশের এসআই বেদার উদ্দিন জানান, মিসড কলের মাধ্যমে আলীমের সঙ্গে ওই কলেজছাত্রীর যোগাযোগ হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৪ থেকে ১৫ মাস ধরে নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে মেয়েটির সঙ্গে প্রেম চালিয়ে যান আলীম। চলতি মাসের ১৮ তারিখে আলীম মেয়েটির বাড়িতে এসে তাকে ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা দেনমোহরে বিয়ে করেন। এরপর শ্বশুর বাড়িতেই থাকছিলেন তিনি।

এসআই বেদার উদ্দিন বলেন, প্রতারক আলীম মেয়েটির পরিবারকে জানান, তিনি রংপুর জেলার সৈয়দপুর নামের একটি পুলিশ ফাঁড়িতে দায়িত্বে আছেন। একপর্যায়ে সন্দেহ হলে আলীমকে জেরা করা শুরু করেন মেয়েটির স্বজনরা। একপর্যায়ে আলীম স্বীকার করেন, তিনি পেশায় বাদাম বিক্রেতা। পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। পরে খবর পেয়ে আলীমকে আটক করা হয়। আলীম ভয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তাঁকে উদ্ধারের জন্য পুলিশের সহায়তাও চেয়েছিলেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ প্রতারক আলীমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব