হোম > অপরাধ > রাজশাহী

ইউএনওর স্বামীকে মারধরের ঘটনায় কারাগারে আ.লীগ নেতার ছেলে, ৩ আনসার প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভিনের স্বামীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে শামিম আলমকে (৪৫) কারাগারে পাঠানো হয়েছে। বয়স কম বিবেচনায় শামিম আলমের ছেলে আলিফকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে ইউএনওর বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, ইউএনওর গাড়িচালক ফেরদৌস হোসেন শনিবার রাতে আটক শামিম আলমের নামে থানায় মামলা দায়ের করেছেন। বয়স ১৮-এর নিচে হওয়ায় মামলায় শামিম আলমের ছেলে আলিফের নাম না দেওয়ায় তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।  আজ রোববার গ্রেপ্তার শামিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বগুড়া জেলা আনসার অ্যাডজুটেন্ট ফিরোজ আহম্মেদ জানান, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভীনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার নিরাপত্তার দায়িত্বে থাকা তিনজন আনসার সদস্যকে প্রত্যাহার করে নতুন করে তিনজন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

ইউএনও সাঈদা পারভিন আজকের পত্রিকাকে বলেন, ‘১০ জন আনসার সদস্যের একটি টিম সময় ভাগাভাগি করে নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। শনিবারের ঘটনার সময় গেটে ও বাসায় দায়িত্বে ছিলেন জামিরুল, ইমারত ও মোখলেস নামের তিন আনসার সদস্য। আমি তাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনলে তাঁদের প্রত্যাহার করা হয়।’

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বাসভবনের সামনে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে ইউএনওর স্বামী আল আমিন শিকদারকে মারধর করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে শামিম আলম। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ শামিম আলম ও তাঁর ছেলে আলিফকে আটক করে থানায় নিয়ে যায়। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী