হোম > অপরাধ > রাজশাহী

রাবিতে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় দুজন আটক, মারধর, মোটরসাইকেলে আগুন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের পর মোটরসাইকেলে পালানোর সময় দুজনকে আটক করে পিটুনি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা তাঁদের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। গতকাল রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ঘটনায় আটক দুই যুবক হলেন নগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার সাহিল আহমেদ ধ্রুব এবং কোর্ট স্টেশন এলাকার মো. ফয়সাল। 

প্রত্যক্ষদর্শী ও প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল প্রাধ্যক্ষের বাসভবনের সামনে থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী রায়হানুল ফিরদাউসের মোবাইল ফোন ছিনতাই করে মোটরসাইকেলে পালাচ্ছিলেন দুজন। এ সময় ওই শিক্ষার্থী ‘ছিনতাইকারী’ বলে চিৎকার দিতে থাকেন। 

পরে ছিনতাইকারীরা শহীদ জিয়াউর রহমান হলের সামনে এলে এক শিক্ষার্থী মোটরসাইকেলটি লক্ষ্য করে বেঞ্চ ছুড়ে মারেন। এতে মোটরসাইকেলটি মাটিতে পড়ে গেলে শিক্ষার্থীরা দুজনকে ধরে শহীদ জিয়াউর রহমান ও শহীদ হবিবুর রহমান হলের অতিথি কক্ষে নিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা দুজনকে বেধড়ক মারধর করেন। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক গিয়ে তাঁদের উদ্ধার করেন।

এদিকে উত্তেজিত শিক্ষার্থীরা ছিনতাইকারীদের মোটরসাইকেলটি শহীদ হবিবুর রহমান হল মাঠে নিয়ে আগুন ধরিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই দুজনকে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘শিক্ষার্থীরা দুজন ছিনতাইকারীকে আটক করেছে এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রক্টর দপ্তরে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত দুজন আমাদের হেফাজতে আছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার