হোম > অপরাধ > রাজশাহী

বাঘায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক নারীকে (১৮) ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় একই গ্রামের ময়েন উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। মঙ্গলবার ফজর নামাজের পর ভুক্তভোগীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দুপুরে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। 

মামলার বাদী জানান, ‘একই ঘরের পৃথক দুইটি চৌকির একটিতে আমিসহ স্ত্রী ও আরেক চৌকিতে আমার প্রতিবন্ধী মেয়ে শুয়ে ছিলাম। ফজর নামাজের আগে আমার স্ত্রী হাটতে বাইরে বের হয়ে দরজার শিকল দিয়ে যায়। তখন আমি ঘুমিয়ে ছিলাম। এ সময় একই গ্রামের টগ মন্ডলের ছেলে ময়েন উদ্দীন ঘরে প্রবেশ করে মেয়েকে ধর্ষণ করে। সেই মুহূর্তে ঘুম ভাঙে যায় এবং ময়েন উদ্দীনকে আটক করি। পরে চেয়ারম্যানের মাধ্যমে থানায় জানানোর পর পুলিশ ময়েন উদ্দীনকে আটক করে থানায় নিয়ে আসে।’ 

অভিযুক্ত ময়েন উদ্দীন ঘরে প্রবেশের সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ওই নারীর পাশে বসে ছিলেন তিনি। তবে ধর্ষণ করেননি বলে দাবি তাঁর। 

মামলার তদন্তকারী উপরিদর্শক (এসআই) কেএম স্বপন হুসাইন জানান, মামলা পর ময়েন উদ্দীনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার