হোম > অপরাধ > রাজশাহী

পুঠিয়ার সাবেক ওসির জামিনের শুনানি ১২ ডিসেম্বর 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন তিনি। তবে জামিন আবেদনের শুনানি হয়নি। আগামী ১২ ডিসেম্বর জামিন আবেদনের শুনানি হতে পারে।

জানা যায়, গত ২৩ নভেম্বর উচ্চ আদালতের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ সাময়িক বরখাস্ত ওসি সাকিলকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী তিনি আত্মসমর্পণ করেন।

মামলা সূত্রে জানা গেছে, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালে পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের প্রবিধান ২৪৩ ও ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা সুস্পষ্টভাবে লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক অসদাচরণ করে ২০১৯ সালের ১১ জুন একটি মামলায় ৮ জন আসামির নাম উল্লেখ থাকা সত্ত্বেও কারসাজি করে ওই এজাহার পরিবর্তন করেন। এ ছাড়া ওই মামলার জন্য সাদা কাগজে বাদীর সই নিয়ে সেটি দিয়েই মনগড়া এজাহার তৈরির বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির নাম, বাসস্থান ও ঠিকানা সংবলিত কলামে ‘অজ্ঞাতনামা’ লিপিবদ্ধ করা হয়। যদিও বাদী আসামিদের নাম-ঠিকানা দিয়েছিলেন। আর হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে এক কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করার অভিযোগও আছে।

বিচার বিভাগীয় তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ওসি সাকিলকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন গত বছরের ২৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য সাকিলকে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।

সাকিলের আইনজীবী আসলাম সরকার বলেন, বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার মূল নথি না থাকার কারণে জামিন শুনানি হয়নি। আদালতের বিচারক মোছা ইসমত আরা আগামী ১২ ডিসেম্বর সাকিল উদ্দিন আহমেদকে আবার হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেদিন জামিন শুনানি হতে পারে। তাই ওই দিন পর্যন্ত সাকিল হাইকোর্টের জামিন সুবিধা ভোগ করবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন