হোম > অপরাধ > রাজশাহী

মান্দায় বেয়াইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় বেয়াইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেনের (৫০) বিরুদ্ধে। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। 

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আজিবর রহমান (৫০)। তিনি ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের বাসিন্দা। অন্যদিকে তাঁর বেয়াই দেলোয়ার হোসেন একই গ্রামের বাসিন্দা। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, তিন বছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ঊর্মি খাতুনের বিয়ে হয়। তাঁদের প্রেমের বিয়ে হওয়ায় উভয় পরিবারের মধ্যে বিরোধ ছিল।

প্রত্যক্ষদর্শী নিতাই চন্দ্র বলেন, দেলোয়ার হোসেন ফল ব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুল মার্কেটে তাঁর দোকান রয়েছে। গতকাল বিকেলে পারিবারিক বিষয় নিয়ে দুই বেয়াই বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা চাকু নিয়ে বেয়াই আজিবর রহমানের পেটে ঢুকিয়ে দেন। এতে আজিবর রহমান জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দেলোয়ার হোসেনকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের ময়নাতদন্তসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী