হোম > অপরাধ > রাজশাহী

দাম্পত্য কলহের জেরে লাইলীকে গলা কেটে হত্যা করেন স্বামী: পুলিশ

নওগাঁ প্রতিনিধি

দাম্পত্য কলহের জেরে নওগাঁয় চাতালশ্রমিক লাইলীকে (৪৫) বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেছেন স্বামী আমজাদ হোসেন (৫০)। গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত বঁটিটি।

আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। 

এর আগে, গতকাল বুধবার দিবাগত রাতে নওগাঁ শহর থেকে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। 

ওসি মোজাফফর হোসেন বলেন, ২ ডিসেম্বর সারা দিনের কাজ শেষে রাতে লাইলী ও তাঁর স্বামী একই ঘরে ঘুমাতে যান। সকালে অনেক বেলা হয়ে গেলেও লাইলী কাজে না যাওয়ায় অন্য শ্রমিকেরা তাঁদের ঘরে গিয়ে দেখেন লাইলীর রক্তাক্ত লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক ছিলেন। 

এ ঘটনায় নিহত লাইলী বেগমের ভাই আব্দুস সামাদ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। 

এরপর চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং মামলায় আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে অভিযান চালিয়ে নওগাঁ শহর থেকে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বঁটি। 

ওসি আরও বলেন, হত্যার কথা স্বীকার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ হোসেন জানান, দাম্পত্য কলহের কারণে ২ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে চাতালে তাঁদের শোবার ঘরে ধারালো বঁটি দিয়ে তাঁর স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, লাইলী বেগম দীর্ঘদিন ধরে চালকলের শ্রমিক হিসেবে কাজ করতেন। চাতালে শ্রমিকদের ঘরেই বসবাস করতেন তিনি ও তাঁর স্বামী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন