বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
এমরান আলী (২৭) নামে ওই তরুণকে আজ বুধবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয় বলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান।
ওই থানার এসআই আবু হাসান আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের ঘটনায় মঙ্গলবার গৃহবধূর স্বামী বাদী হয়ে এমরান আলীর বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এজাহারের বরাত বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গত সোমবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে বয়লার মুরগি বিক্রির মাইকিংয়ের করছিল এমরান আলী। গৃহবধূ রাস্তায় বের হলে এমরান তাঁর কাছে পানি পান করতে চান। তিনি পানি নিতে বাড়িতে ঢুকলে এমরান তার পিছু পিছু ঘরে ঢুকেন। বাড়িতে তখন আর কেউ ছিল না। এই সুযোগে এমরান গৃহবধূকে ধর্ষণ করে দ্রুত পালিয়ে যায়।’
এমরানকে বগুড়া আদালতে তোলা হয়েছে বলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান।