হোম > অপরাধ > রাজশাহী

নাটোরে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে বেলাল মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে। নিহত বৃদ্ধ উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আটকেরা হলেন মশিন্দা গ্রামের নিপ্পন আলী (৩৮), মোহাম্মদ আলী (৬৫), বিপ্লব হোসেন (২৯), মুঞ্জুর রহমান (৫৩), আব্দুল খালেক (৩৮), শাহরিয়ার নাফিজ (১৫), বকুল হোসেন (৩৩), নজরুল ইসলাম (৫৭) ও জুয়েল আলী (৩৩)। 

নিহত বেলাল মন্ডলের ভাতিজা মিঠু জানান, মশিন্দা গ্রামের মকিমের মোড়ে বেলাল ও আহসান উদ্দিনের ছেলেদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সকালে বেলাল তাঁর ছেলে ও ভাতিজার সঙ্গে মশিন্দা বাজারে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে আহসানের ছেলেরা তাঁদের ওপর হামলা চালান। গুরুতর অবস্থায় বেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। 

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকেরা আবার সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ফলাবিদ্ধ কামরুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তীরবিদ্ধ রুহুল আমিন ও আলাউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বেলাল হোসেন নামে একজনের নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী