হোম > অপরাধ > রাজশাহী

নাটোরে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে বেলাল মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে। নিহত বৃদ্ধ উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আটকেরা হলেন মশিন্দা গ্রামের নিপ্পন আলী (৩৮), মোহাম্মদ আলী (৬৫), বিপ্লব হোসেন (২৯), মুঞ্জুর রহমান (৫৩), আব্দুল খালেক (৩৮), শাহরিয়ার নাফিজ (১৫), বকুল হোসেন (৩৩), নজরুল ইসলাম (৫৭) ও জুয়েল আলী (৩৩)। 

নিহত বেলাল মন্ডলের ভাতিজা মিঠু জানান, মশিন্দা গ্রামের মকিমের মোড়ে বেলাল ও আহসান উদ্দিনের ছেলেদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সকালে বেলাল তাঁর ছেলে ও ভাতিজার সঙ্গে মশিন্দা বাজারে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে আহসানের ছেলেরা তাঁদের ওপর হামলা চালান। গুরুতর অবস্থায় বেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। 

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকেরা আবার সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ফলাবিদ্ধ কামরুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তীরবিদ্ধ রুহুল আমিন ও আলাউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বেলাল হোসেন নামে একজনের নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক