হোম > অপরাধ > রাজশাহী

ভাঙ্গুড়ায় কবরস্থানের ৮ লাখ টাকা আত্মসাৎ, আদালতে মামলা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 

পাবনার ভাঙ্গুড়ায় বেতুয়ান কবরস্থানের আত্মসাৎকৃত ৭ লাখ ৭০ হাজার টাকা ফেরত পেতে আদালতে মামলা করেছেন গ্রামবাসী। বারবার টাকার হিসাব চেয়েও না পেয়ে কমিটির সাবেক সভাপতি আলহাজ মোসলেম উদ্দিন খানের বিরুদ্ধে আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা করা হয়।

গ্রামবাসীর পক্ষে ১৯ জুলাই মামলাটি করেন কমিটির সেক্রেটারি আবুল হাশেম। পাবনার বিজ্ঞ আমলি আদালত মামলাটি আমলে নিয়ে পাবনা পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বেতুয়ান কবরস্থানের সাবেক সেক্রেটারি আব্দুল কাদেরের মৃত্যুর পর তাঁর স্বাক্ষর জাল করেন মোসলেম উদ্দিন খান। এরপর তিনি অগ্রণী ব্যাংকের বড়ালব্রিজ শাখা (চেক নম্বর : ১২৬২৭৪৪) থেকে কবরস্থানের ব্যাংক অ্যাকাউন্টের ২ লাখ ৮ হাজার ৫০০ টাকা তুলে নেন। এ ছাড়া তিনি ওই কবরস্থান ফান্ডের আরও ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এরপর গত মে মাসে কবরস্থানের নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর বিষয়টি জানতে পারেন আবুল হাশেম।

সূত্রে আরও জানা যায়, ঘটনা জানাজানির পর মোসলেম উদ্দিন খানকে ওই টাকার হিসাব দেওয়ার জন্য বারবার তাগাদা দিতে থাকেন নতুন কমিটির সভাপতি নিজাম উদ্দিন ও সেক্রেটারি আবুল হাশেম। কিন্তু টাকার হিসাব দিতে অস্বীকার করেন তিনি। পরে গ্রামবাসীর সিদ্ধান্তে সেক্রেটারি আবুল হাশেম বাদী হয়ে পাবনার ৪ নম্বর আমলি আদালতে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মামলা করেন। (মামলা নম্বর : ৪৭ / ২০২১, তারিখ ১৯ / ০৭ / ২১)। বিজ্ঞ আদালত পাবনা পিবিআইকে তদন্ত করে ২৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

নতুন কমিটির সেক্রেটারি ও মামলার বাদী আবুল হাশেম বলেন, কবরস্থানের ৭ লাখ ৭০ হাজার টাকার কোনো হিসাব মোসলেম উদ্দিন খান দিতে পারেননি। তাই গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়।
 
এ বিষয়ে মোসলেম উদ্দিন খান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। সেক্রেটারি আবদুল কাদের জীবিত থাকতেই চেকে স্বাক্ষর করেছিলেন। সে টাকা তো তুলেছেন ক্যাশিয়ার। গ্রামের একটি নালা ভরাটের কাজে বিরোধিতা করার কারণে আমার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।’

বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন নিতে দণ্ডপ্রাপ্ত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ