হোম > অপরাধ > রাজশাহী

রাত হলেই চলন্ত গাড়ি থেকে মালামাল লুট, গ্রেপ্তার ২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

ঢাকা-রাজশাহী মহাসড়কসহ পুঠিয়া উপজেলার বিভিন্ন সড়কে রাত হলেই চলন্ত গাড়ি থেকে লুট হয়ে যায় মালামাল। প্রতিনিয়ত ঘটছে এ ঘটনা। এমন অবস্থায় মালবাহী গাড়িচালকেরা এসব সড়ক দিয়ে যাতায়াতে চরম আতঙ্কে থাকেন। 

এদিকে পুলিশ বলছে, ইতিমধ্যে বিভিন্ন মালামালসহ ওই চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, গত ২৮ মার্চ রাতে মসলার বস্তাসহ মিজানুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে, গত ৩ এপ্রিল বারইপাড়া এলাকা থেকে আশরাফুল ইসলাম নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের চুরি করা বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

সাইফুল ইসলাম নামের একজন ট্রাকচালক বলেন, পুঠিয়া উপজেলার মধ্যে বিভিন্ন গাড়ি থেকে রাতের আঁধারে মালামাল লুট করার একটি চক্র রয়েছে। ওই চক্র সন্ধ্যার পর বিভিন্ন বাজারের মোড়ে ওত পেতে থাকে। এরপর লোড-আনলোড করা মালবাহী ট্রাকগুলো চিহ্নিত করে মোটরসাইকেল নিয়ে ওই গাড়ির পিছু নেয়। আরও কয়েকজন ছোট মিনি ট্রাকে পেছনে আসতে থাকে। ফাঁকা সড়কে সুযোগ বুঝে দুই-তিনজন মালবাহী গাড়িতে ওঠে। এরপর গাড়িতে থাকা মালামাল সড়কের পাশে ফেলে দেয়। 

মিনি ট্রাকে থাকা লোকজন মালামাল তুলে বাইরে বিক্রি করে দেয় বলেও জানান ট্রাকচালক সাইফুল ইসলাম। 

নাম প্রকাশ না করা শর্তে থানার এক পুলিশ সদস্য বলেন, এই চক্রে স্থানীয় ও বহিরাগত কয়েক যুবক রয়েছেন। ইতিমধ্যে পুলিশের কাছে জড়িত প্রায় সবার নামের তালিকা রয়েছে। দুজনকে গ্রেপ্তারসহ গাড়ি থেকে লুট করা প্রায় দেড় লাখ টাকার বিভিন্ন মালামাল ও তাঁদের কাজে ব্যবহার করা দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, লোকমুখে ওই চক্রকে সেভেন স্টার গ্রুপ নামে ডাকা হয়। 

তবে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ওসি মোফাখ্খারুল ইসলাম বলেন, `আমরা রাতে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত টহল রাখছি। আর চলন্ত গাড়ি থেকে মালামাল নামিয়ে নেওয়া ওই চক্র ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

ওসি ফারুক হোসেন আরও বলেন, রাতে সড়কে চলন্ত গাড়ি থেকে মালামাল নামিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও ধরার চেষ্টা চলছে। পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করেছে। 

ওই চক্রের দুটি মোটরসাইকেল জব্দ করার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, গাড়ি দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। আমরা গাড়ির মালিকদের সন্ধান করছি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর