হোম > অপরাধ > রাজশাহী

বড়াইগ্রামে মামার হাতে ভাগনে খুনের অভিযোগ

প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর) 

নাটোরের বড়াইগ্রামে মামা আবদুল জলিল (৫০) ও মিলনের (৩২) বিরুদ্ধে ভাগনেতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার কাছুটিয়া রিফুজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার কাছুটিয়া রিফুজী পাড়া গ্রামের মজিদ প্রামাণিকের ছেলে। 

নিহতের মা কোহিনুর বেগম বলেন, সকালে আমি রাস্তা দিয়ে আসার সময় শুনতে পাই আমার ভাই আবদুল জলিল, ভাবি শেফালি বেগম এবং মামাতো ভাই মিলন হোসেন তাদের বাড়িতে বসে আমার ১১ বছরের নাতনিকে নিয়ে নানা রকম কথা বলছে। প্রতিবাদ করলে তাঁরা আমাকে মারপিট করে। খবর পেয়ে আমার ছেলে সিরাজুল ইসলাম এগিয়ে এলে তাকেও মারধর শুরু করে। লোহার রোড দিয়ে সিরাজুলকে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে তেমন একটা আঘাতে চিহ্ন নেই। 

প্রসঙ্গত, সিরাজুল ইসলামের মা কোহিনুর বেগমের বাবার বাড়ি ও স্বামী মজিদ প্রামাণিকের বাড়ি একই এলাকায়। 

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত