হোম > অপরাধ > রাজশাহী

বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মালিপাড়া গ্রামের শের আলীর ছেলে ওসমান গণি (৩১), ফজলুল হকের ছেলে আবু বক্কর (২৯) এবং উপলশহর গ্রামের আব্বাস আলীর ছেলে জুয়েল রানা (২৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। বাকি আসামিরা পলাতক। দ্রুত সময়ের মধ্যেই প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 

অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেলের শরীফ আল রাজীব বলেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতের প্রমাণ পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে ঢুকে তাঁকে লাঞ্ছিত ও অফিস ভাঙচুর করে স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমানের তিন ভাগনেসহ ৩৫ যুবক। পরে চারজনের নাম উল্লেখ করে ৩৫ জনের নামে মামলা করেন শিক্ষা কর্মকর্তা।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল