হোম > অপরাধ > রাজশাহী

প্রক্সি নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ, মৌখিকে ধরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেয়েছেন। ডাক পেয়েছেন মৌখিক পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষায় ‘ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল’ বাক্যের ইংরেজি লিখতে হয়েছে পরীক্ষার খাতায়। উত্তর সঠিক। মৌখিক পরীক্ষায় চাকরিপ্রার্থীকে আবার একই কথা লিখতে বলা হলো ইংরেজিতে। কিন্তু হাতের লেখা মেলেনি, বাক্যেও ইংরেজি শব্দের সবই ভুল।

রাজশাহীতে এভাবেই প্রক্সি নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এক চাকরিপ্রার্থী ভাইভা বোর্ডে ধরা পড়েছেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আবদুল রাশেদ (২৫)। রাজশাহীর বাঘা উপজেলার হেদাতিপাড়া গ্রামে তাঁর বাড়ি। রাশেদ পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকরির প্রার্থী ছিলেন।

রাশেদের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কোটায় তিনি চাকরির আবেদন করেছিলেন। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস। গত শুক্রবার রাজশাহীতে এই পদের চাকরির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এ দিন জেলা প্রশাসকের দপ্তরে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। জেলা প্রশাসক আবদুল জলিলসহ তিনজন কর্মকর্তা ছিলেন ভাইভা বোর্ডে।

জেলা প্রশাসক জানান, পরীক্ষার খাতার সঙ্গে হাতের লেখা না মেলা এবং খাতায় দেওয়া সঠিক উত্তর মৌখিক পরীক্ষার সময় লিখতে না পারার কারণে রাশেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি স্বীকার করেন, তাঁর হয়ে অন্য একজন পরীক্ষা দিয়েছিলেন। তবে রাশেদ তাঁর নাম জানাননি। কত টাকার বিনিময়ে প্রক্সি নেওয়া হয়েছে সেটিও জানাননি। প্রক্সি নেওয়ার কথা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে রাশেদকে সাজা দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, তাঁরা মোট ৬৫ জনের মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য বসেছিলেন। রাশেদ ধরা পড়ে তাঁর কারাদণ্ড হওয়ায় আরও কয়েকজন ভাইভা বোর্ডের সামনেই আসেননি। দু একজন অফিসের সামনে থেকে তড়িঘড়ি পালিয়ে গেছেন বলেও জানান জেলা প্রশাসক।

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত

চায়না কমলা চাষে বাজিমাত এমরানের, মাল্টাতেও মিলছে সাফল্য

রাবিতে ‘রাজাকার, আলবদর, আলশামস’ প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার