হোম > অপরাধ > রাজশাহী

স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতা ২ ভাইয়ের বিরুদ্ধে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে এ ঘটনা ঘটে। 

অভিযুক্তরা হলেন পুঠিয়া পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক স্বরণ (২২) ও তাঁর ছোট ভাই সাংগঠনিক সম্পাদক সায়েক (২০)। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ নেতা স্বরণ ও তাঁর বাবা সেলিম ইবনে টিপুকে গ্রেপ্তার করেছে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী আসমা বেগম (৪০)। তাঁরা উপজেলার কাঠালবাড়িয়া স্টেডিয়ামপাড়ার বাসিন্দা। অভিযুক্ত ছাত্রলীগ নেতারা একই এলাকার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী সোলাইমান বলেন, স্বরণ ও সায়েক দীর্ঘদিন ধরে বন্দুক দিয়ে বিভিন্ন এলাকায় পাখি শিকার করেন। বিষয়টি গ্রামবাসী জানতেন। সম্প্রতি এই বিষয়টি আসমা বেগম ও তাঁর স্বামী জাহাঙ্গীর হোসেন প্রচার করেছেন বলে ওই দুই ছাত্রলীগ নেতা সন্দেহ করেন। কিন্তু তাঁরা এই বিষয়টি প্রচার করেননি বলে স্বরণ ও সায়েকের বাবাকে বলতে আসেন। এ সময় স্বরণ ও সায়েক তাঁর বাবার সামনে ওই দুজনকে কুপিয়ে আহত করেন। 

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা গরিব পরিবার। শুধু সন্দেহের জেরে অমানবিকভাবে হামলা করা হয়েছে। এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা ও তাঁর বাবাসহ তিনজনের নামে থানায় মামলা করা হয়েছে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল আমিন বলেন, ওই নারীর একটি হাতের চারটি আঙুল পুরোপুরি কেটে গেছে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর স্বামীকে স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ওই পরিবার থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ গত রাতেই অভিযুক্ত স্বরণ ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে। আজ রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত সায়েক পলাতক রয়েছেন। তাঁকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে