হোম > অপরাধ > রাজশাহী

সিংড়ায় একই গ্রামের দুজনের আত্মহত্যা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সিংড়ায় একই গ্রামের ২ জনের আত্মহত্যা ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে নাটোরের সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামে মায়ের ওপর অভিমান করে মেহেদী হাসান রাব্বি (১৫) নামের এক স্কুলছাত্র গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

জানা যায়, নিহত ছাত্র উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল গ্রামের আইনুল হকের ছেলে ও টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে টেবিলে বসে পড়ার সময় শিক্ষার্থী মেহেদী হাসান ওরফে রাব্বি মোবাইল ফোনে ভিডিও দেখছিল। এ সময় তার মা তছলিমা বেগম সামনে পরীক্ষার কথা মনে করিয়ে দিয়ে তাকে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য বকাঝকা করেন। পরে মেহেদী মায়ের ওপর অভিমান করে খাবার না খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় মেহেদী ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসীরা।

অন্যদিকে আজ মঙ্গলবার দুপুর ২টায় একই গ্রাম থেকে কোহিনুর বেগম (২০) নামের এক স্বামী পরিত্যক্তা মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সিংড়া থানা-পুলিশ। 

জানা যায়, নিহত কোহিনুর বেগম আগপাড়া শেরকোল গ্রামের মৃত শামছুল তালুকদারের বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে এবং পিতাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা মামলার জামিন প্রাপ্ত আসামি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কোহিনুর বেগম কদিন আগে পিতা হত্যা মামলায় জামিন পান। আজ মঙ্গলবার বেলা ১১টায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী