হোম > অপরাধ > রাজশাহী

সিরাজগঞ্জে ১৩ জেলের সাজা, পুড়িয়ে দেওয়া হয়েছে জাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ছয় জেলেকে কারাদণ্ড ও সাত জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম রকিবুল হাসান ছয় জেলেকে তিন দিন করে কারাদণ্ড প্রদান করেন। একই সময় এক জেলেকে ৫ হাজার টাকা ও ৬ জেলেকে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ছোমেদ আলী (৪৫), শিমলা গ্রামের শ্রী সাধনের ছেলে নীলমনি (৩৭) ও শ্রী মাদলা হালদারের ছেলে শ্রী নারায়ান হালদার (২৯), পূর্ব মোহনপুরের গ্রামের হারেজ আলীর ছেলে ফিরোজ (২৬) ও ইদ্রিস শেখের ছেলে আব্দুল ওয়াহাব (৩২), চরচন্দিনা গ্রামের রজব আলীর ছেলে জুয়েল (৩২)। 

সিরাজগঞ্জ সদর উপজেলার নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় শনিবার রাতে সদর উপজেলায় যমুনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ১৩ জেলেকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। তাদের মধ্যে ছয়জনকে তিন দিন করে কারাদণ্ড ও সাতজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। 

সিরাজগঞ্জ সদর উপজেলার নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সারা দেশের মতো সিরাজগঞ্জের যমুনা নদীতেও ২২ দিনের এ নিষেধাজ্ঞা চলছে। কেউ যেন মাছ ধরতে নদীতে না নামতে পারে এ জন্য নৌ পুলিশের অভিযান শুরু হয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু