হোম > অপরাধ > রাজশাহী

মাদকের আস্তানার নিরাপত্তায় সিসি ক্যামেরা, দেবর–ভাবি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন নাহিদ হোসেন ও তাঁর ভাবি আঁখি বেগম। আজ মঙ্গলবার বিকেলে শহরের কামারগাড়ি হাড্ডি পট্টি এলাকায় মাদকের সেই আস্তানায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে গ্রেপ্তার করা হয় দেবর ও ভাবিকে। এ সময় উদ্ধার করা হয় ১৫৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট। জব্দ করা হয় সিসিটিভি মনিটর ও ছয়টি সিসি ক্যামেরা।

গ্রেপ্তার আঁখি বেগম কামারগাড়ি এলাকার সাজ্জাদুল হক নুরের স্ত্রী এবং নাহিদ হোসেন নুরের ছোট ভাই।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক (এসআই) আবির হাসান জানান, কামারগাড়ি হাড্ডিপট্টি এলাকায় রেলওয়ের জায়গা দখল করে একটি টিনশেড ঘর নির্মাণ করেন আঁখির স্বামী সাজ্জাদুল হক নুর। ঘরের আশপাশের বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয় ছয়টি সিসি ক্যামেরা। লোকজন বিশেষ করে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতেই সিসি ক্যামেরাগুলো লাগানো হয়। ঘরে বসে সিসিটিভি মনিটর পর্যবেক্ষণ করতেন নাহিদ ও তাঁর ভাই নুর। আর মাদক বিক্রি করতেন আঁখি বেগম। ছয় মাস ধরে ওই ঘর থেকে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করে মাদক ব্যবসা করে আসছিলেন তাঁরা। ওই ঘরে তারা কেউ রাতে থাকতেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হতো সেখান থেকে। ঘরে প্রবেশের একটি বড় দরজা ছাড়াও পেছন দিকে রয়েছে ছোট আরেকটি দরজা। ওই ঘর সংলগ্ন রয়েছে আন্তজেলা বাস টার্মিনাল। এ কারণে সেখানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের আনাগোনা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কয়েক দিন ধরে মাদক ক্রেতা সেজে দেবর-ভাবির তৎপরতা পর্যবেক্ষণ করেন। এরপর আজ বিকেলে পরিদর্শক ইব্রাহীম খানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় ঘরের পেছনের ছোট দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নাহিদ ও আঁখি। আঁখির স্বামী নুর সে সময় ঘরে ছিলেন না। আগে থেকেই ছোট দরজার মুখে অবস্থান নেন টিমের সদস্যরা। ফলে ধরা পড়ে যান দু’জনই। এরপর ঘর তল্লাশি করে ১৫৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। 

গ্রেপ্তার দেবর-ভাবির নামে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল