হোম > অপরাধ > রাজশাহী

স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এই রায় ঘোষণা করেন। 

চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি। এদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন আফজাল হোসেন ও আবু কায়সার। 

সাজা পাওয়া আসামিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুটাহারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ডলি বেগম, একই গ্রামের মৃত নিগমা উড়াওয়ের ছেলে সুরেন উড়াও, ধলু মণ্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের ফিরাজ উদ্দীনের ছেলে কাফা। তাঁদের মধ্যে ডলি বেগম পলাতক আছেন। 

মামলা থেকে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মটপাড়া গ্রামের ফয়েজের ছেলে আবুল হোসেনের সঙ্গে একই উপজেলার কুটাহারা গ্রামের আব্দুর রহমানের মেয়ে ডলির বিয়ে হয়। বিয়ের পর থেকে আবুল হোসেন শ্বশুরের বাড়িতে ঘরজামাই থাকতেন। বিয়ের পরে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে। এরই মধ্যে সুরেন, মোস্তাফিজুর ও কাফার সঙ্গে ডলি সম্পর্কে জড়িয়ে পড়েন। 

স্ত্রীর সঙ্গে সম্পর্কের জেরেই পরিকল্পনা করে ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রাতে সুরেন, মোস্তাফিজুর, কাফা ও ডলি শ্বাসরোধে আবুল হোসেনকে হত্যা করে পালিয়ে যান। পরের দিন খবর পেয়ে পুলিশ আবুল হোসেনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আইনি প্রক্রিয়া ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’