হোম > অপরাধ > রাজশাহী

শাজাহানপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া): বগুড়া শাজাহানপুর থেকে ছাব্বির হোসেন (১৪) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বগুড়া শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বুডাগাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের জামাইপাড়া গ্রামের কৃষক গোলাম রব্বানির ছেলে ছাব্বির হোসেন। গত মঙ্গলবার জামগ্রাম স্ট্যান্ডে অটোরিকশা নিয়ে এসেছিল যাত্রী বহনের জন্য। এরপর সারা দিন তার আর কোনো সংবাদ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। পরদিন বুধবার কাহালু থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনেরা।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার জগন্নাথপুর গ্রামের বুডাগাড়ি নামক এলাকার একটি কালভার্টের নিচের পনিতে ডুবেছিল মরদেহটি। মাথার চুল এবং হাতের সামান্য অংশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেন পথচারীরা। এ সময় মরদেহের গলায় রুমাল এবং দড়ি প্যাঁচানো ছিল।

জগন্নাথপুর গ্রামের স্থানীয়রা বলেন, মরদেহটিতে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে এখানে কেউ মরদেহটি ফেলে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন কারি থানার এসআই শামীম হাসান বলেন, নিহত ছাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইকারীর হাতে খুন হয়েছেন। দুর্বৃত্তরা অন্য কোথাও খুন করে মরদেহ এখানে ফেলে গেছে। অটো রিকশা উদ্ধার হয়নি। তবে দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন নিতে দণ্ডপ্রাপ্ত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ