হোম > অপরাধ > রাজশাহী

ছাত্রীকে শিক্ষকের যৌন হয়রানি, সমঝোতা করলেন চেয়ারম্যান

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

গত ২৪ জুলাই আজকের পত্রিকায় ‘শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে সমঝোতা করা হয়েছে। ওই শিক্ষকের অন্যত্র বদলিই তাঁর শাস্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে উপজেলার নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনছুর আলমের হস্তক্ষেপে নন্দনপুর ইউপি কার্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির ঘটনাটি মীমাংসা করা হয়।

 জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলার ৬১ নম্বর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কুমার ঘোষ গত ১৯ জুলাই সকাল ১০টার দিকে ৩য় শ্রেণির কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করে। বিষয়টি ওই ছাত্রী বাড়ি গিয়ে অভিভাবকদের জানায়। পরে ছাত্রী বাদী হয়ে সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর শিক্ষকের শাস্তি চেয়ে অভিযোগ দেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা কর্মকর্তাকে বলা হয়।

 নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ছাত্রীর মামার অভিযোগের বিষয়টি উভয়কে ডেকে মীমাংসা করা হয়েছে। 

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হেলাল উদ্দিন বলেন, ‘বিষয়টি চেয়ারম্যানেরা মীমাংসা করেছেন। আমি ওই শিক্ষককে বর্তমানে ডেপুটেশনে রাখা হয়েছে। কয়েক দিন পর তাকে অন্যত্রে বদলি করে দেব।’ 

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক