হোম > অপরাধ > রাজশাহী

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা শহরের নিশির মোড় এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরে রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ফেরদৌস হোসেন (৪৬)। তিনি সদর উপজেলার বেল-আমলা গ্রামের মৃত জাবদুলের ছেলে। তিনি ওই গৃহবধূর পূর্বপরিচিত এবং সম্পর্কে খালু হন। 

পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূ তাঁর এক বছরের শিশুসন্তানকে নিয়ে একা বাড়িতে ছিলেন। এ সময় ফেরদৌস তাঁদের বাড়িতে বেড়াতে আসেন। ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ওই গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ফেরদৌস কৌশলে পালিয়ে যান। ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতেই গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা