হোম > অপরাধ > রাজশাহী

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা শহরের নিশির মোড় এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরে রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ফেরদৌস হোসেন (৪৬)। তিনি সদর উপজেলার বেল-আমলা গ্রামের মৃত জাবদুলের ছেলে। তিনি ওই গৃহবধূর পূর্বপরিচিত এবং সম্পর্কে খালু হন। 

পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূ তাঁর এক বছরের শিশুসন্তানকে নিয়ে একা বাড়িতে ছিলেন। এ সময় ফেরদৌস তাঁদের বাড়িতে বেড়াতে আসেন। ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ওই গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ফেরদৌস কৌশলে পালিয়ে যান। ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতেই গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি