হোম > অপরাধ > রাজশাহী

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ 

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা শহরের নিশির মোড় এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরে রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ফেরদৌস হোসেন (৪৬)। তিনি সদর উপজেলার বেল-আমলা গ্রামের মৃত জাবদুলের ছেলে। তিনি ওই গৃহবধূর পূর্বপরিচিত এবং সম্পর্কে খালু হন। 

পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূ তাঁর এক বছরের শিশুসন্তানকে নিয়ে একা বাড়িতে ছিলেন। এ সময় ফেরদৌস তাঁদের বাড়িতে বেড়াতে আসেন। ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে ওই গৃহবধূর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ফেরদৌস কৌশলে পালিয়ে যান। ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতেই গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার