হোম > অপরাধ > রাজশাহী

মেয়রের বিরুদ্ধে ধর্ষণ মামলা তুলে নিতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন খান বর্তমানে জেলহাজতে রয়েছেন। এদিকে মেয়রের ঘনিষ্ঠ অনুসারীরা ধর্ষণ মামলা তুলে নিতে ভুক্তভোগীকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগী নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

গতকাল শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী নিজে থানায় চারজনের নাম উল্লেখ করে এই ডায়েরি করেন। অভিযুক্তরা হলেন পৌর কাউন্সিলর জেবের আলী, মেয়রের সহযোগী চান্দু, তাজু ও বাবু।

তবে পৌর কাউন্সিলর জেবের আলী ও মেয়রের সহযোগী চান্দু বলেন, ‘আমরা কাউকে হুমকি বা আপসের জন্য চাপ দেইনি। আর আমাদের নামে কেউ জিডি করেছেন কি না, সেটা জানা নেই।’

এদিকে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘মেয়রের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করায় তাঁর চারজন অনুসারী আপস করতে বিভিন্ন সময়ে অর্থের প্রলোভন দিয়ে আসছিলেন। এরপর মেয়র গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তাঁরা প্রকাশ্যে ও বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। আর মামলা না তুললে যেকোনো সময় আমার ক্ষতি করবেন বলে হুমকি দিচ্ছেন। নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শনিবার রাতে তাঁদের নামে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’ 

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী চারজনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন প্রলোভনে স্থানীয় এক নারীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে গত ৫ সেপ্টেম্বর থানায় মামলা করেন ভুক্তভোগী। এ ঘটনায় গত বুধবার বরগুনা থেকে আটক হন মেয়র। থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করে। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগেও গত বছর আরেক নারীকে বিয়ের প্রলোভনে নিয়মিত ধর্ষণ করার অভিযোগ ওঠে মেয়রের বিরুদ্ধে। এর ফলে ওই নারী গর্ভবর্তী হয়ে পড়েন। সে সময় ওই নারীও মেয়র আল মামুনের বিরুদ্ধ ধর্ষণ মামলা দায়ের করেন। পরে বিষয়টি আওয়ামী লীগের একজন প্রভাবশালী ব্যক্তির তদারকিতে গোপনে রফাদফা করা হয়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী