নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পশ্চিমে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের তিরাইল সুতারপার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক জানান, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় এক ব্যক্তি খেজুরের রস সংগ্রহ করতে এসে মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। তিনি আরও বলেন, ‘মরদেহের গলা রশি দিয়ে মোড়ানো এবং মুখ রক্তাক্ত ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মহাসড়ক দিয়ে এসে রাতে কোনো এক সময় মরদেহ ফেলে দিয়েছে কেউ। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করবে।