হোম > অপরাধ > রাজশাহী

নিখোঁজের ৮ দিন পর ট্রাংকের ভেতর থেকে কিশোরের লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের আট দিন পর ট্রাংকের ভেতর থেকে তপু হোসেন (১৪) নামের এক কিশোরের টুকরা করা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের মশুরিয়া পাড়ায় একটি মেসের কক্ষে রাখা ট্রাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত তপু মশুড়িয়া পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। সে শ্রমিকের কাজ করত। 

পুলিশের ধারণা, মুক্তিপণের জন্য এ কিশোরকে অপহরণ করা হয়েছিল। টাকা না পেয়ে তাকে হত্যা করে লাশ গুমের জন্য বাক্সে রাখা হয়। 

স্থানীয় লোকজন ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ জুন সকালে তপু বাড়িতে ছিল। বেলা তিনটার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তপুর মোবাইল ফোন থেকেই তার বাবার কাছে ফোন দিয়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। তপুর বাবা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দিয়েছিলেন। এরপর আরও টাকা চাওয়া হলে তিনি বিষয়টি থানায় জানান। পরে পুলিশ ফোন নম্বরটি শনাক্ত করে তপুর খোঁজ শুরু করে। একপর্যায়ে সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা লাশের সন্ধান দেয়। পরে পুলিশ শহরের ওই মেসে অভিযান চালিয়ে তপুর লাশ উদ্ধার করে। ট্রাংকের ভেতরে লাশের বিভিন্ন অংশ পলিথিনে মোড়ানো ছিল। 

ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদের পর তাঁরা লাশের সন্ধান দেন। তবে তাঁদের পরিচয় তদন্তের স্বার্থে এখন জানানো যাবে না। ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত

চায়না কমলা চাষে বাজিমাত এমরানের, মাল্টাতেও মিলছে সাফল্য

রাবিতে ‘রাজাকার, আলবদর, আলশামস’ প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর