হোম > অপরাধ > রাজশাহী

বাঘায় ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলা থেকে ‘ইমো হ্যাকিং’ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মারুফ (২২), মিলন আলী (৩৫), লালন মিয়া (২৫) ও ফজল আলী (৩৫)। সবার বাড়ি হাবাসপুর গ্রামে। 

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা প্রবাসীদের ইমো হ্যাক করতেন। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিপদে পড়ার কথা জানিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। এমন খবরে বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালায় র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল। এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৫ এর কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, চারজনের কাছ থেকে নয়টি মোবাইল ফোন এবং ২০টি সিমকার্ড জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে বাঘা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাঁদের কারাগারে পাঠিয়েছেন।

উল্লেখ্য, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর এলাকায় ইমো হ্যাক চক্র সক্রিয় রয়েছে। এ দুই উপজেলা থেকে মাঝে মাঝেই এ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। তারপরও তাঁদের তৎপরতা থামছে না। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার