হোম > অপরাধ > রাজশাহী

কালাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে গৃহবধূকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান। 

গ্রেপ্তার যুবকের নাম—কামরুজ্জামান প্রামাণিক (৩৮)। তিনি উপজেলার উদয়পুর ইউনিয়নের থল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। 

র‍্যাবের কর্মকর্তা মেজর মোস্তফা জামান জানান, অভিযুক্ত কামরুজ্জামান প্রামাণিক গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন। পর সেই ভিডিও দেখিয়ে তাঁকে শারীরিক সম্পর্কে রাজি হতে বলেন। অন্যথায় ধারণ করা গোসলের ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেন। এভাবে ব্ল্যাকমেলের মাধ্যমে দুই সপ্তাহে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। 

এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে র‍্যাবকে অবগত করলে রোববার র‍্যাব অভিযান চালিয়ে কামরুজ্জামানকে আটক করে। পরে কালাই থানায় মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কামরুজ্জামান প্রামাণিককে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী