হোম > অপরাধ > রাজশাহী

কালাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে গৃহবধূকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান। 

গ্রেপ্তার যুবকের নাম—কামরুজ্জামান প্রামাণিক (৩৮)। তিনি উপজেলার উদয়পুর ইউনিয়নের থল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। 

র‍্যাবের কর্মকর্তা মেজর মোস্তফা জামান জানান, অভিযুক্ত কামরুজ্জামান প্রামাণিক গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন। পর সেই ভিডিও দেখিয়ে তাঁকে শারীরিক সম্পর্কে রাজি হতে বলেন। অন্যথায় ধারণ করা গোসলের ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেন। এভাবে ব্ল্যাকমেলের মাধ্যমে দুই সপ্তাহে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। 

এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে র‍্যাবকে অবগত করলে রোববার র‍্যাব অভিযান চালিয়ে কামরুজ্জামানকে আটক করে। পরে কালাই থানায় মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কামরুজ্জামান প্রামাণিককে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা