হোম > অপরাধ > রাজশাহী

জয়পুরহাটে পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার ১০

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পৃথক দুটি অভিযানে মাদকসেবন ও জুয়া খেলার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার রাত সোয়া ১০টা ও সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত পাঁচজন মাদকসেবী হলেন— মো. মোমিন (৩৫), মো. মিনহাজ (২৩), মো. তুহিন হোসেন (৩৪), মো. হেলাল হোসেন (৪৮) ও মো. বুলু মিয়া (৫৩)। অপর পাঁচজন জুয়াড়ি হলেন—মো. উজ্জ্বল মণ্ডল (৩২), আরিফুল ইসলাম সজীব (২৩), মো. ইমরান হোসেন (৩৫), মো. ফারুক হোসেন (৩৫) ও মো. তুহিন শেখ (৩৩)।

জানা যায়, গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার কিনাপাড়া কড়াই ফ্যাক্টরি এলাকা থেকে মাদক সেবন করা অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে রাত সোয়া ১১টার দিকে উপজেলার খঞ্জনপুরের মণ্ডলপাড়া গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গ্রেপ্তার ১০ জন জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লার বাসিন্দা। 

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার তৌকির বলেন, গতকাল রাতে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। 
 
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার