হোম > অপরাধ > রাজশাহী

জয়পুরহাটে পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার ১০

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পৃথক দুটি অভিযানে মাদকসেবন ও জুয়া খেলার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার রাত সোয়া ১০টা ও সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত পাঁচজন মাদকসেবী হলেন— মো. মোমিন (৩৫), মো. মিনহাজ (২৩), মো. তুহিন হোসেন (৩৪), মো. হেলাল হোসেন (৪৮) ও মো. বুলু মিয়া (৫৩)। অপর পাঁচজন জুয়াড়ি হলেন—মো. উজ্জ্বল মণ্ডল (৩২), আরিফুল ইসলাম সজীব (২৩), মো. ইমরান হোসেন (৩৫), মো. ফারুক হোসেন (৩৫) ও মো. তুহিন শেখ (৩৩)।

জানা যায়, গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার কিনাপাড়া কড়াই ফ্যাক্টরি এলাকা থেকে মাদক সেবন করা অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে রাত সোয়া ১১টার দিকে উপজেলার খঞ্জনপুরের মণ্ডলপাড়া গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গ্রেপ্তার ১০ জন জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লার বাসিন্দা। 

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার তৌকির বলেন, গতকাল রাতে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। 
 
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত