হোম > অপরাধ > রাজশাহী

বাঁশঝাড়ে মিলল নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নিখোঁজের তিন দিন পর নাটোরের সিংড়ায় মো. জাবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সিংড়া ও সদর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকার একটি বাঁশঝাড়ের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে ছিল। খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের সামারকোল গ্রামের বাসিন্দা মো. জাবেদ আলী ২২ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। 
 
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে গোবিন্দপুর এলাকার একটি বাঁশঝাড়ের মধ্যে থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা গিয়ে অজ্ঞাত ওই বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন। এ সময় মৃতদেহটি জাবেদ আলীর বলে শনাক্ত করেন তাঁর ছেলে মনিরুল ইসলাম। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
 
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়