হোম > অপরাধ > রাজশাহী

উল্লাপাড়ায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বড় পাঙ্গাসী গ্রামের মৃত সাবের প্রামাণিকের ছেলে মো. আব্দুস সালাম (৪২), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত আজাদ হোসেনের ছেলে সজিব আহম্মেদ (২৫) ও একই এলাকার কাইয়ূম হোসেনের স্ত্রী মোছা-নুপুর আক্তার (১৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামে অভিযান চালায় র‍্যাব। এ সময় 'মা-বাবার দোয়া খাবার হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট' এর সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‍্যাব-১২ এর সদস্যরা। 

এ সময় তাঁদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। 

পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‍্যাব। একই সঙ্গে উদ্ধারকৃত আলামতসহ তাঁদের উপজেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। 

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম