হোম > অপরাধ > রাজশাহী

পিবিআই পরিচয় দিয়ে যানবাহনে তল্লাশি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য পরিচয় দিয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছ। গতকাল রোববার রাতে এ ঘটনায় তাদের গ্রেপ্তার করে কাটাখালী থানা-পুলিশ। আজ সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—ওয়াহেদুল শেখ ওরফে অপু (৩২) ও গোলাম রসুল ওরফে রনক (৩৫)। অপুর বাড়ি নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় এবং রনক নগরীর আলুপট্টি এলাকার বাসিন্দা।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘কাটাখালীর চৌমুহনী বাজারে তাঁরা পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও মাথায় পুলিশের ক্যাপ পরে চারঘাটের টাংগনগামী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছিল। তাঁরা নিজেদের পিবিআই সদস্য পরিচয় দিচ্ছিলেন। এ সময় টহল পুলিশ তাদের কাছে গেলে তাঁরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের মোটরসাইকেলসহ ধরা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও ক্যাপ জব্দ করা হয়।’

ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের রিফ্লেকটিং জ্যাকেট ও ফিল্ড ক্যাপ পরে প্রতারণা করার অপরাধ স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। আজ (সোমবার) সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার