হোম > অপরাধ > রাজশাহী

দেয়ালে ছাত্রীর অশ্লীল ছবি সাঁটানো সেই শিক্ষক গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে দেয়ালে ছাত্রীর অশ্লীল ছবি সাঁটানোর অভিযোগে পর্নোগ্রাফি মামলায় আনিছুর রহমান নামের সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে তাঁকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। আনিছুর রহমান উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ছোট এলাঙ্গী গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, আনিছুর রহমান ধুনট শহরে একটি বাসা ভাড়া নিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। গত ৪ ফেব্রুয়ারি প্রাইভেট পড়ানোর একপর্যায়ে একা থাকার সুযোগে এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন।

বিষয়টি স্কুলছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন। ৬ জুন রাতে আনিছুর রহমান ওই শিক্ষার্থীর অশ্লীল ছবি ওই স্কুলছাত্রীর বাড়ির দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে সাঁটিয়ে দেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ৮ জুন রাতে আনিছুর রহমানের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পর থেকে আনিছুর রহমান পলাতক ছিলেন।

তবে জানতে চাইলে থানা হাজতে থাকা অবস্থায় আনিছুর রহমান দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। শত্রুতা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পর্নোগ্রাফি আইনে মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত