হোম > অপরাধ > রাজশাহী

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে হাফিজা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে নিহতের বাবা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এর আগে গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হাফিজা খাতুন কালিকাপুর গ্রামের ছামসুল আলমের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত আকাশ হোসেন বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ী গ্রামের ইয়াছিন আলীর ছেলে। ঘটনায় নিহত হাফিজা খাতুনের স্বামী আকাশ হোসেন (২২) ও শ্বশুর ইয়াছিন আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের বাবা ছামসুল আলম জানান, মাত্র তিন মাস আগে আকাশ হোসেনের সঙ্গে পারিবারিকভাবে হাফিজার বিয়ে হয়। এটি ছিল হাফিজার দ্বিতীয় বিয়ে। এ জন্য জামাই আকাশ হোসেনকে মোটা অঙ্কের যৌতুক দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক দিন পর থেকে আরও ২ লাখ টাকার দাবিতে মেয়ের ওপর নির্যাতন শুরু করেন জামাই ও তাঁর পরিবারের লোকজন।

তিনি আরও জানান, গত শুক্রবার একই দাবিতে মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন শ্বশুরবাড়ির লোকজন। পরে বিষয়টি নিষ্পত্তি করে দেন স্থানীয়রা। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মোবাইলে জানতে পারেন মেয়ে হাফিজা খুব অসুস্থ হাসপাতালে নিতে হবে। সংবাদ পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

মামলার বাদী অভিযোগ করে বলেন, যৌতুকের দাবিতে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জামাইসহ পরিবারের সদস্যরা। ঘটনায় জামাই আকাশ হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে নিহতের বাবা থানা মামলা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওসি আরও বলেন, ঘটনায় নিহতের স্বামী আকাশ হোসেন ও শ্বশুর ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ