হোম > অপরাধ > রাজশাহী

রাজশাহী কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। এই আসামির নাম রাকিবর ওরফে আকিবর। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে তাঁর বাড়ি। ২৩ বছর ৩ মাস ধরে কারাগারে ছিলেন তিনি। 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফাঁসি কার্যকরের সময় রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক অসীম কান্ত পাল, জেলা প্রশাসক আবদুল জলিল, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। 

সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) আবদুল জলিল জানান, ১৯৯৯ সালের ২ জুন সন্ধ্যার পর গোদাগাড়ীর নিমতলা গ্রামে মোরশেদা খাতুন নামের এক তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এ ব্যাপারে মোরশেদার বাবা আবদুল জাব্বার বাদী হয়ে পরদিন থানায় মামলা করেন। 

এরপর ২০০৪ সালের ৮ আগস্ট এই মামলার রায়ে আদালত আসামি রাকিবরসহ চারজনকে মৃত্যুদণ্ড দেন। পরে দীর্ঘ সময় উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতে আসামি রাকিবরের রায়ের বিরুদ্ধে আপিল-শুনানি চলতে থাকে। তবে শেষ পর্যন্ত সবখানেই তার ফাঁসির দণ্ড বহাল থাকে। এরপর আসামি রাকিবর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেও তা নাকচ হয়ে যায়। আইনগত সব প্রক্রিয়া শেষে বুধবার আসামির ফাঁসির দণ্ড কার্যকর করা হলো। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার