বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে (১২) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই ছাত্রীর বাবা উপজেলার চুনিয়াপাড়া গ্রামের এক কিশোরকে (১৬) আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই কিশোর তাকে প্রেমের প্রস্তাব দিত। কিন্তু মেয়েটি তার প্রস্তাবে সাড়া দেয়নি। বিষয়টি জানালে মেয়েটির বাবা-মা ওই কিশোরের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে কৌশলে সিএনজিতে তুলে নিয়ে যায় ওই কিশোর ও তাঁর সহযোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য সম্ভাব্য কিছু স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া অপহরণকারীদের অবস্থান শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।’