হোম > অপরাধ > রাজশাহী

গরু ধান খাওয়ায় মালিকের বাড়িতে হামলা, আহত ৫

প্রতিনিধি, বগুড়া

আবাদি জমির ধান খেয়েছে গরু। এরই জেরে বগুড়ার গাবতলী উপজেলায় গরুর মালিকের বাড়ি-ঘরে হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতেরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গাবতলী মডেল থানায় এ অভিযোগ করেন আব্দুল ছালেক। তিনি উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

আহতেরা হলেন, আব্দুল ছালেক (৩৫), সুমন মিয়া (১৮), রমজান আলী (৬৫), আব্দুস ছালাম (২৬) ও খাদিজা বেগম (২৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, সপ্তাহ খানিক আগে আব্দুল ছালেকের পালিত গরু একই গ্রামের বাবলু শাহের আবাদি জমিতে প্রবেশ করে ধান খেয়েছে বলে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে আব্দুল ছালেকের সঙ্গে বাবলু শাহের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বৃহস্পতিবার ভোরে বাবলু লোকজন নিয়ে ছালেকের বাড়িতে হামলা চালায়। হামলাকারী সবার হাতেই দেশীয় অস্ত্র (লাঠিসোঁটা-ধারালো অস্ত্র) ছিল। তাঁরা ছালেকের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করেন। এবং ছালেকের পরিবারের সদস্যদের মারধর করে চলে যান।

জানতে চাইলে গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত