হোম > অপরাধ > রাজশাহী

গরু ধান খাওয়ায় মালিকের বাড়িতে হামলা, আহত ৫

প্রতিনিধি, বগুড়া

আবাদি জমির ধান খেয়েছে গরু। এরই জেরে বগুড়ার গাবতলী উপজেলায় গরুর মালিকের বাড়ি-ঘরে হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতেরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গাবতলী মডেল থানায় এ অভিযোগ করেন আব্দুল ছালেক। তিনি উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

আহতেরা হলেন, আব্দুল ছালেক (৩৫), সুমন মিয়া (১৮), রমজান আলী (৬৫), আব্দুস ছালাম (২৬) ও খাদিজা বেগম (২৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, সপ্তাহ খানিক আগে আব্দুল ছালেকের পালিত গরু একই গ্রামের বাবলু শাহের আবাদি জমিতে প্রবেশ করে ধান খেয়েছে বলে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে আব্দুল ছালেকের সঙ্গে বাবলু শাহের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বৃহস্পতিবার ভোরে বাবলু লোকজন নিয়ে ছালেকের বাড়িতে হামলা চালায়। হামলাকারী সবার হাতেই দেশীয় অস্ত্র (লাঠিসোঁটা-ধারালো অস্ত্র) ছিল। তাঁরা ছালেকের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করেন। এবং ছালেকের পরিবারের সদস্যদের মারধর করে চলে যান।

জানতে চাইলে গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল