হোম > অপরাধ > রাজশাহী

বাবার সম্পত্তির ভাগ চেয়ে ভাইদের বিরুদ্ধে বোনদের মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে তিন ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বোনেরা। মানববন্ধন শেষে তাঁরা পারিবারিক নিরাপত্তা ও পৈতৃক সম্পত্তির হিস্যার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন। আজ বুধবার সকাল ১০টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে অংশ নেওয়া বোন ও অভিযুক্ত ভাইদের বাবার নাম এবারত আলী মণ্ডল। তিনি ১৯৯৮ সালে মারা গেছেন। এবারত আলীর তিন ছেলে ও সাত মেয়ে। মেয়েদের মধ্যে জহুরা খাতুন নামে একজন মারা গেছেন। তাঁরা সবাই শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার বাসিন্দা। খোঁজ নিয়ে জানা গেছে, এবারত আলী প্রায় আড়াই কোটি টাকা সমমূল্যের সম্পত্তি রেখে গেছেন। 

মানববন্ধনে অংশ নেওয়া এক বোন শেফালী বেগম বলেন, ‘বাবার সম্পত্তির ওপর আমাদের সাত বোনের অধিকার আছে। কিন্তু আমাদের তিন ভাই সবাইকে বঞ্চিত করেছেন। তাই বাধ্য হয়েই আমরা আজ মানববন্ধন করছি।’ 

মানববন্ধনে অংশ নেওয়া জহুরা খাতুনের ছেলে মো. জিয়াউল বলেন, ‘আমার মামারা মা ও খালাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। আমরা সুষ্ঠু সমাধানের জন্য তাঁদের অনেক অনুরোধ করেছি। কিন্তু সমাধান তো দূরের কথা, এখন আমাদের হুমকি দিচ্ছেন। ফলে আমরা পারিবারিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।’ 

তবে হুমকি প্রদানের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তিন ভাইয়ের একজন রিয়াজ উদ্দিন। তিনি বলেন, ‘আমরা তাঁদের হিস্যা অনুযায়ী সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। তাঁদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা বলেন, ‘বাবার পৈতৃক সম্পত্তির দাবি নিয়ে বোনদের মানববন্ধন করার মতো ঘটনা শেরপুরে এই প্রথম। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার