হোম > অপরাধ > রাজশাহী

বাবার সম্পত্তির ভাগ চেয়ে ভাইদের বিরুদ্ধে বোনদের মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে তিন ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বোনেরা। মানববন্ধন শেষে তাঁরা পারিবারিক নিরাপত্তা ও পৈতৃক সম্পত্তির হিস্যার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন। আজ বুধবার সকাল ১০টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে অংশ নেওয়া বোন ও অভিযুক্ত ভাইদের বাবার নাম এবারত আলী মণ্ডল। তিনি ১৯৯৮ সালে মারা গেছেন। এবারত আলীর তিন ছেলে ও সাত মেয়ে। মেয়েদের মধ্যে জহুরা খাতুন নামে একজন মারা গেছেন। তাঁরা সবাই শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার বাসিন্দা। খোঁজ নিয়ে জানা গেছে, এবারত আলী প্রায় আড়াই কোটি টাকা সমমূল্যের সম্পত্তি রেখে গেছেন। 

মানববন্ধনে অংশ নেওয়া এক বোন শেফালী বেগম বলেন, ‘বাবার সম্পত্তির ওপর আমাদের সাত বোনের অধিকার আছে। কিন্তু আমাদের তিন ভাই সবাইকে বঞ্চিত করেছেন। তাই বাধ্য হয়েই আমরা আজ মানববন্ধন করছি।’ 

মানববন্ধনে অংশ নেওয়া জহুরা খাতুনের ছেলে মো. জিয়াউল বলেন, ‘আমার মামারা মা ও খালাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। আমরা সুষ্ঠু সমাধানের জন্য তাঁদের অনেক অনুরোধ করেছি। কিন্তু সমাধান তো দূরের কথা, এখন আমাদের হুমকি দিচ্ছেন। ফলে আমরা পারিবারিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।’ 

তবে হুমকি প্রদানের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তিন ভাইয়ের একজন রিয়াজ উদ্দিন। তিনি বলেন, ‘আমরা তাঁদের হিস্যা অনুযায়ী সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। তাঁদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা বলেন, ‘বাবার পৈতৃক সম্পত্তির দাবি নিয়ে বোনদের মানববন্ধন করার মতো ঘটনা শেরপুরে এই প্রথম। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর