হোম > অপরাধ > রাজশাহী

‘চুরি, ছিনতাইয়ে বাধা দেওয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন’

বগুড়া প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছে বড় ভাই ও তাঁর দুই বন্ধুকে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে দুপচাঁচিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার সংবাদ সম্মেলনে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র এএসপি নাজরান রউফ এসব তথ্য জানিয়েছেন। 

নিহত ছোট ভাইয়ের নাম মালেক সরদারকে (১৫)। গ্রেপ্তার তিনজন হলেন মালেকের বড় ভাই দুপচাঁচিয়ার চেঙ্গা গ্রামের তারেক (২১) ও তাঁর বন্ধু মোক্তার হোসেন (২১) এবং আদমদীঘির মুরইলের মাহবুব হোসেন (৩০)। 

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে চুরি, ছিনতাইয়ের কাজে বাধা দেওয়ায় বড় ভাই ও তাঁর দুই বন্ধু মিলে হত্যা করছেন ছোট ভাইকে। মাহবুব, মোক্তার ও তারেক একসঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও মাদক সেবন করে বেড়াতেন। এসব বিষয় জানত তারেকের ভাই মালেক। সে তার ভাই তারেককে এসব অপরাধ না করার জন্য নিষেধ করত এবং বিষয়টি পুলিশকে জানানোর ভয় দেখিয়েছিল। হত্যার তিন থেকে চার দিন আগে তারেককে মারধর করে মালেক। এর জেরে তারেক ও অন্যরা মালেককে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে ধানখেতে শ্বাসরোধ করে মালেককে হত্যা করে অভিযুক্ত তিনজন। পরদিন মালেকের মরদেহ উদ্ধার হলে পুলিশ মোক্তারকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে বিস্তারিত বর্ণনা করেন। পরে অপর দুজনকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার বিষয়টি স্বীকার করেছেন। পরে তিনজনকে মালেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দুপচাঁচিয়ার চেঙ্গা মহল্লায় বাড়ির পাশের ধান খেত থেকে গতকাল শুক্রবার সকালে মালেক সরদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। মালেক দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের একটি মুরগি দোকানের কর্মচারী ছিল। মরদেহ উদ্ধারের পর নিহত মালেকের মা তারা বানু জানিয়েছিলেন, মালেক প্রতিদিনই ঠিক সময়েই দোকান থেকে বাড়িতে ফিরত। গত বৃহস্পতিবার রাতে সে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। গতকাল সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশের ধান ক্ষেতে মালেকের মরদেহ দেখতে পান তিনি।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা