হোম > অপরাধ > রাজশাহী

এনজিওকর্মীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ এবং তাঁর টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টায় রাজশাহী শহরের ভদ্রা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবুল (৩৫)। রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকগামারী গ্রামে তাঁর বাড়ি। 
 
র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে একটি এনজিওর এক নারী কর্মী রাজশাহীর চারঘাট থানা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই নারী সদস্যদের বাড়ি থেকে কিস্তির ৪৬ হাজার ৮৫০ টাকা নিয়ে ফিরছিলেন। তখন বাবুলসহ আরও দুজন তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে ওই নারীকে তিনজন ধর্ষণ করেন। এরপর ওই নারীর কাছে থাকা টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে তাঁকে অচেতন অবস্থায় ফেলে ওই তিনজন পালিয়ে যান। এ নিয়ে পরবর্তী সময়ে ওই নারী চারঘাট থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন বাবুল। 

র‍্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন আরও জানান, গ্রেপ্তারের পর বাবুল র‍্যাবের কাছে তাঁর অপরাধ স্বীকার করেছেন। রাতেই তাঁকে চারঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা