হোম > অপরাধ > রাজশাহী

হাতি দিয়ে চলছে চাঁদাবাজি, অতিষ্ঠ লোকজন 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চারঘাটে হাতি দিয়ে চলছে হাটবাজার ও রাস্তাঘাটে চাঁদাবাজি। এ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীরা। আজ রোববার সকাল থেকে চারঘাটের সদর বাজার, কাঁকরামারী, সরদহ ও নন্দনগাছী বাজারসহ আশপাশের এলাকায় হাতি দিয়ে পথচারী, দোকান ব্যবসায়ী ও যানবাহন থেকে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়েছে। 

এ বিষয়ে কাঁকরামারী বাজার এলাকার মোটরসাইকেল আরোহী শহীদুল ইসলাম ও সাইদুল আলী বলেন, রাস্তায় চলাচলের সময় যানবাহনের সামনে হাতি শুয়ে পড়ে শুঁড় এগিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। এভাবেই আমাদের কাছ থেকে ২০ থেকে ৩০ টাকা আদায় করছে।   

চারঘাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি চাঁন মিয়া বলেন, দোকানে বেচাকেনার সময়ে হাতি এসে শুঁড় ঢুকিয়ে দেয়। ৫-১০ টাকা দিলে নিতে চায় না। বিরক্তিকর অবস্থার সৃষ্টি করে মাহুত টাকা দিতে বাধ্য করছে। আগে মাসে দুই-একবার আসত। কিন্তু এখন প্রতি সপ্তাহেই দুই-তিন দিন আসছে। হাতির খাবারের জন্য এত টাকা লাগা অস্বাভাবিক।  

হাতির মাহুত কুতুব উদ্দিন বলেন, চাঁদা তো না, সাহায্য নিচ্ছি। লকডাউনের কারণে সার্কাস বন্ধ থাকায় হাতি নিয়ে বিপাকে পড়েছি। হাতিকে খাওয়ানোর জন্য সাহায্য চাইতে চাইতে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জ থেকে হাতি নিয়ে রাজশাহী পর্যন্ত এসেছি। 

এ বিষয়ে জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা