হোম > অপরাধ > রাজশাহী

ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ: প্রেমিক গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগে বুলবুল আহমেদ বিপুল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত বুলবুল ভাঙ্গুড়া উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের গজারমারা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ভুক্তভোগী স্কুলছাত্রীর বাড়ি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, চার বছর আগে ফেসবুকের মাধ্যমে বিপুলের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। এক পর্যায় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রেমিক বিপুল মেয়েটিকে বিয়ে করার আশ্বাস দিয়ে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করে। একপর্যায়ে গত (২০ ডিসেম্বর) সকালে ফরিদপুর উপজেলার খলিশাদহ গ্রামে আত্মীয়ের বাড়িতে নিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ৪ দিন থেকেছে। এরপর মেয়েটিকে ওই বাড়িতে রেখে চলে যায় বিপুল। পরে গত (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেমিক বিপুলের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে মেয়েটি।

এ সময় মেয়েটি ৯৯৯ এ কল দিলে ভাঙ্গুড়া থানা-পুলিশ মেয়েটিকে ফরিদপুর থানায় হস্তান্তর করে। সেই রাতেই মেয়েটি বাদী হয়ে ফরিদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ধর্ষণের অভিযোগে প্রেমিক বিপুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, থানায় মামলার প্রেক্ষিতে রোববার বিকেলে অভিযুক্ত বিপুলকে আটক করা হয়। আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা