হোম > অপরাধ > রাজশাহী

রাবি শিক্ষিকার ধাওয়ায় ছিনতাইকারী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। 

গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় তাকে ধাওয়া করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নূর-এ-সাবিহার গাড়িচালক। এ সময় তিনি গাড়িতেই ছিলেন। ধাওয়া করে ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আটক ছিনতাইকারীর নাম মো. অন্তর (২৫)। তিনি নগরীর শাহমখদুম থানা এলাকার বাগানপাড়ার আব্দুর রহমানের ছেলে। মোবাইল ছিনতাইয়ের শিকার ওই নারী মতিহার শাখা সোনালী ব্যাংকে চাকরি করেন বলে জানা গেছে।

শিক্ষক নূর-এ-সাবিহা আজকের পত্রিকাকে বলেন, সকালে বিভাগের দিকে যাচ্ছিলাম। এ সময় আমার সামনেই একজন নারীর মোবাইল ছিনতাই করে পালাচ্ছিলেন ওই ছিনতাইকারী। এটি দেখে আমি আমার চালককে ছিনতাইকারীকে ধাওয়া করতে বলি। ছিনতাইকারী কাজলা গেটের দিকে ছুটেন। তাকে অটো থেকে নামতে বলেন আমার গাড়ির চালক। কিন্তু সে না নেমে পালাতে চেষ্টা করে। এ সময় আমার গাড়ির চালক জানালা খুলে চিৎকার দিলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে। ছিনতাইকারীর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা গেছে। আমার গাড়িচালকের কারণেই এটি সম্ভব হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ভুক্তভোগীকে ফোনটি দেওয়া হয়েছে। ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়