হোম > অপরাধ > রাজশাহী

রাবি শিক্ষিকার ধাওয়ায় ছিনতাইকারী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। 

গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় তাকে ধাওয়া করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নূর-এ-সাবিহার গাড়িচালক। এ সময় তিনি গাড়িতেই ছিলেন। ধাওয়া করে ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আটক ছিনতাইকারীর নাম মো. অন্তর (২৫)। তিনি নগরীর শাহমখদুম থানা এলাকার বাগানপাড়ার আব্দুর রহমানের ছেলে। মোবাইল ছিনতাইয়ের শিকার ওই নারী মতিহার শাখা সোনালী ব্যাংকে চাকরি করেন বলে জানা গেছে।

শিক্ষক নূর-এ-সাবিহা আজকের পত্রিকাকে বলেন, সকালে বিভাগের দিকে যাচ্ছিলাম। এ সময় আমার সামনেই একজন নারীর মোবাইল ছিনতাই করে পালাচ্ছিলেন ওই ছিনতাইকারী। এটি দেখে আমি আমার চালককে ছিনতাইকারীকে ধাওয়া করতে বলি। ছিনতাইকারী কাজলা গেটের দিকে ছুটেন। তাকে অটো থেকে নামতে বলেন আমার গাড়ির চালক। কিন্তু সে না নেমে পালাতে চেষ্টা করে। এ সময় আমার গাড়ির চালক জানালা খুলে চিৎকার দিলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে। ছিনতাইকারীর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা গেছে। আমার গাড়িচালকের কারণেই এটি সম্ভব হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ভুক্তভোগীকে ফোনটি দেওয়া হয়েছে। ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়