হোম > অপরাধ > রাজশাহী

চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৩ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চেতনানাশক ওষুধ ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুর জেলার বলদিয়া পুকুর এলাকার সাদেক আলীর ছেলে জুয়েল (৪৯), ফরিদপুর জেলার দরগা সালথা এলাকার আসমত শেখের ছেলে মানিক (৪০) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের মোহাম্মদ আক্কাস খানের ছেলে আসলাম খান (২৩)।

ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাই চক্রের সদস্য। তাঁরা চালকের নামে চেতনানাশক ওষুধ স্প্রে করে চালককে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই করতেন। গতকাল সোমবার সন্ধ্যায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি