হোম > অপরাধ > রাজশাহী

চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৩ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চেতনানাশক ওষুধ ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুর জেলার বলদিয়া পুকুর এলাকার সাদেক আলীর ছেলে জুয়েল (৪৯), ফরিদপুর জেলার দরগা সালথা এলাকার আসমত শেখের ছেলে মানিক (৪০) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের মোহাম্মদ আক্কাস খানের ছেলে আসলাম খান (২৩)।

ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাই চক্রের সদস্য। তাঁরা চালকের নামে চেতনানাশক ওষুধ স্প্রে করে চালককে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই করতেন। গতকাল সোমবার সন্ধ্যায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে