হোম > অপরাধ > রাজশাহী

পাবনায় ইন্টার্ন নার্সকে মারধর: অভিযুক্ত ‘দালাল’ গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

পাবনা জেনারেল হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন নার্সকে মারধরের ঘটনায় অভিযুক্ত ‘দালাল’ সাদ্দাম হোসেন (৩০) গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভাড়ারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। 

গ্রেপ্তার সাদ্দাম হোসেন পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা। 

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, সাদ্দামসহ এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন, তাঁদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী নার্স রাজা হোসেন বাদী হয়ে দালাল সাদ্দামসহ আরও অজ্ঞাতনামা পাঁচ-সাতজনকে আসামি করে একটি মামলা করেন। গ্রেপ্তার সাদ্দামকে আজ শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। 

পাবনার ইছামতি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজা হোসেন গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে মেডিসিন ওয়ার্ডের মহিলা ইউনিটে দায়িত্বরত ছিলেন। ওই সময় বেশি দামে ইসিজি করা নিয়ে রোগীর এক আত্মীয়ের সঙ্গে হাসপাতালের ‘দালাল’ সাদ্দাম হোসেনের কথা-কাটাকাটি হয়। এ সময় নার্স রাজা হোসেন ওই ‘দালাল’কে উত্তেজিত না হয়ে রোগীর সঙ্গে হাসপাতালের বাইরে গিয়ে কথা বলতে বলেন। 

এ সময় ‘দালাল’ সাদ্দাম হোসেন ওই নার্সকে মারধর শুরু করেন। অন্য নার্সরা বাধা দিতে এলে তাঁদেরও মারধর করা হয়। এরপর রোগী হয়রানি বন্ধ, নার্সদের নিরাপত্তা নিশ্চিত করাসহ আট দফা দাবিতে ওই দিন বিকেল থেকে কর্মবিরতি পালন শুরু করেন তাঁরা, যা এখনো অব্যাহত রয়েছে। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল