হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ওই পরীক্ষার্থীকে হত্যা করা হয়। 

গ্রেপ্তারকৃত কিশোর নিহতের বন্ধু। পুলিশের দাবি, মোবাইল ফোন বিক্রি করা নিয়ে দুই বন্ধুর দ্বন্দ্বের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানান, নিহত রেদোয়ান ইসলাম (১৮) কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। দুর্গাপুর এনায়েত উল্লাহ দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেয় রেদোয়ান। তাঁরই সহপাঠী একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে আবুল কাসেমকে (১৬) এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, আব্দুল কাসেমকে গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। 

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এসপি বলেন, সাত মাস আগে রেদোয়ান তার ব্যবহৃত মোবাইল ফোন ১১ হাজার টাকায় কাসেমের কাছে বিক্রি করে। এর কিছুদিন পর টাকা ফেরৎ না দিয়েই কাসেমের কাছ থেকে মোবাইল ফোনটি সে নিয়ে যায়। ওই টাকা চাইতে গেলে তাঁদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। তারই জের ধরে গতকাল রাতে মোবাইল ফোনে গেম ডাউনলোড করার কথা বলে রেদোয়ানকে ডেকে নেয় কাশেম। এরপর গ্রামের একটি পুকুর পাড়ে বসে গেম ডাউনলোড করার সময় সুযোগ বুঝে পেছন থেকে হাঁসুয়া দিয়ে রেদোয়ানকে কুপিয়ে হত্যা করে কাশেম। 

এসপি সুদীপ কুমার আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং থানা ও ডিবি পুলিশ যৌথভাবে হত্যার কারণ অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে রাতেই কাসেমকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে কাসেম হত্যার বিষয়টি স্বীকার করে। 

রেদোয়ানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে এসপি বলেন, নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল