হোম > অপরাধ > রাজশাহী

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সহোদর ২ ভাই গ্রেপ্তার 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সহোদর ভাই দুলু ফকির (২৭) ও হান্নান ফকিরকে (৩২) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিরা উপজেলার কোমারপুর শিয়ালগাড়ী গ্রামের সামছুল ফকিরের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ সকাল ১০টায় বগুড়ার আদমদীঘির কোমারপুর শিয়ালগাড়ীপাড়ার গৃহবধূর কৃষক স্বামী জমি চাষ করার জন্য পাওয়ার টিলার নিয়ে মাঠে যান। এই সুযোগে গোয়ালঘরে লুকিয়ে থাকা দুলু ফকির ওই গৃহবধূকে জোড়পূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনাটি কাউকে বললে গৃহবধূর স্বামীকে মেরে ফেলার হুমকি দেন তিনি। ঘটনার সময় দুলু ফকিরের ভাই হান্নান ফকির বিষয়টি দেখে ফেলেন। পরে গ্রামের লোকজনকে বিষয়টি জানিয়ে দিয়ে গৃহবধূর সংসার ভেঙে দেবেন বলে হুমকি দিয়ে আবার ভুক্তভোগীকে ধর্ষণ করেন হান্নান ফকির।

এ ঘটনায় গতকাল রাতে ওই গৃহবধূ বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই দুলু ফকির ও হান্নান ফকিরকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন মামলা দায়ের ও আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার