বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সহোদর ভাই দুলু ফকির (২৭) ও হান্নান ফকিরকে (৩২) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিরা উপজেলার কোমারপুর শিয়ালগাড়ী গ্রামের সামছুল ফকিরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ সকাল ১০টায় বগুড়ার আদমদীঘির কোমারপুর শিয়ালগাড়ীপাড়ার গৃহবধূর কৃষক স্বামী জমি চাষ করার জন্য পাওয়ার টিলার নিয়ে মাঠে যান। এই সুযোগে গোয়ালঘরে লুকিয়ে থাকা দুলু ফকির ওই গৃহবধূকে জোড়পূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনাটি কাউকে বললে গৃহবধূর স্বামীকে মেরে ফেলার হুমকি দেন তিনি। ঘটনার সময় দুলু ফকিরের ভাই হান্নান ফকির বিষয়টি দেখে ফেলেন। পরে গ্রামের লোকজনকে বিষয়টি জানিয়ে দিয়ে গৃহবধূর সংসার ভেঙে দেবেন বলে হুমকি দিয়ে আবার ভুক্তভোগীকে ধর্ষণ করেন হান্নান ফকির।
এ ঘটনায় গতকাল রাতে ওই গৃহবধূ বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই দুলু ফকির ও হান্নান ফকিরকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন মামলা দায়ের ও আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।