হোম > অপরাধ > রাজশাহী

মহিলা আ.লীগের নেত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে নাজমা খাতুন নামে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নাজমা খাতুন মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ঘটনার পর প্রতিবেশিরা তার স্বামী আব্দুর রহিমকে (৪৮) আটক করে পুলিশে দিয়েছেন। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন নাজমা। এ সময় নাজমার শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করেন তার স্বামী রহিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর প্রতিবেশিরা নাজমার স্বামী রহিমকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে আটক করে। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। এ জন্য তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত নাজমার ছোট ভাই আরিফ হোসেন হত্যা মামলা করেছেন। এ মামলায় রহিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর নাজমার মরদেহের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত