হোম > অপরাধ > রাজশাহী

মহিলা আ.লীগের নেত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে নাজমা খাতুন নামে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নাজমা খাতুন মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ঘটনার পর প্রতিবেশিরা তার স্বামী আব্দুর রহিমকে (৪৮) আটক করে পুলিশে দিয়েছেন। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন নাজমা। এ সময় নাজমার শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করেন তার স্বামী রহিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর প্রতিবেশিরা নাজমার স্বামী রহিমকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে আটক করে। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। এ জন্য তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত নাজমার ছোট ভাই আরিফ হোসেন হত্যা মামলা করেছেন। এ মামলায় রহিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর নাজমার মরদেহের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক