হোম > অপরাধ > রাজশাহী

মূল্য নিয়ে কারসাজি করে এবার রাজশাহীতে জরিমানা গুনলো বাটা

রাজশাহী প্রতিনিধি

জুতার মূল্য নিয়ে কারসাজি করে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও হবিগঞ্জের পর এবার রাজশাহীতে জরিমানা গুনলো বাটার আউটলেট। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ আজ রোববার প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। 

হাসান-আল-মারুফ জানান, গত ২২ এপ্রিল তিনি রাজশাহী শহরে বাটার আউটলেটে অভিযান চালিয়েছিলেন। সেদিন তিনি কয়েকটি জুতা-স্যান্ডেলের মূল্যের ট্যাগের ওপর আবার নতুন করে ট্যাগ লাগানো দেখতে পান। ট্যাগের নিচেরটিতে কম মূল্য ছিল। ওপরে লাগানো আরেকটি ট্যাগে ছিল বেশি দাম। ক্রেতারা ওপরের ট্যাগ দেখেই মূল্য পরিশোধ করছিলেন। 

হাসান মারুফ বলেন, বাটার এক জোড়া স্যান্ডেলের ওপরের ট্যাগে দাম দেওয়া ছিল ১ হাজার ২৯৯ টাকা। এর নিচের ট্যাগে দাম লেখা ছিল ৯৯৯ টাকা। আরেক জোড়া স্যান্ডেলে ৭৯৯ টাকার ট্যাগের ওপরে লাগানো ছিল ৯৯৯ টাকার আরেকটি ট্যাগ। এভাবে আগের মূল্যের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছিল ক্রেতাদের থেকে। 

এ ঘটনা দেখে সেদিন (২২ এপ্রিল) বাটাকে শুনানির জন্য ডাকা হয়েছিল। আজ রোববার বাটার রাজশাহী আউটলেটের ব্যবস্থাপক আবদুল করিম হাওলাদার ভোক্তা অধিকার কার্যালয়ে যান। শুনানির সময় তিনি ট্যাগের ওপর ট্যাগ বসানোর কারণ ব্যাখ্যা করতে পারেননি। তাঁর আউটলেটে এ ধরনের কাণ্ড ঘটেছে কি না তাও তিনি জানেন না বলে জানান। এ সময় ভোক্তা অধিকার আইনে বাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

হাসান-আল-মারুফ জানান, ‘আগের মূল্য তখনকার উৎপাদন খরচ করেই বসানো হয়েছিল। পরে মূল্য বেশি আদায় করতে নতুন ট্যাগ লাগানো হয়। বাটা সন্তোষজনক জবাব দিতে না পারার কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার